হে দশভুজা , হে প্রলয়ংকারা ,
হে ত্রিনয়নধারিনী;
নব নব রূপে অসূরদলনী ,
তুমি, বিঘ্নবিনাশিনী মা প্রচন্ডা ।।
প্রকৃতি সুসজ্জিত তার নব ডালির সম্ভারে,
শিউলি বিছালো রেশমী চাদর ,
তব কোমোল পদতলে ।
ভাসিয়ে দিয়েছে মেঘেদের ভেলা ,
পেঁজা তুলোর আকার গড়ে ।
সোনার বরণ অঙ্গ মায়ের ,
চামড় কাশফুল ।
রাখবো মনের মনিকোঠায় ,
করবো নাকো ভুল ।।
আজ অসূরগুলো মানব রূপী ,
চেনা বিষম দায় ,
মাগো এদের হার মানাতে নতুন অস্ত্র চাই ।
অস্ত্র আমার হাতের কলম ,
সত্য লেখণী ।
বিধুক বুকে শরশয্যায় ,
নিঠুর আঘাত হানি ,
পেয়েছি আমি মায়ের আশীষ ,
যতোই করো হেলা ,
এটাই আমার অস্ত্র যেনো ,
সইবোনা গঞ্জনা ।।
প্রতিবাদ আজ বধির হয়ে ,
ঝড়ুক পাতায় পাতায় ,
তিক্ততা আজ দিলাম ছুটি ,
হল্লাহাটির পাড়ায় ।
ঐ শোনা যায় ঢাকের বাদ্যি ,
ঢ্যাং কুরা কুর কুর ।
সেই সুরেতেই আপন ভুলে ,
মলিনতার প্রাচীর ঠেলে ,
মায়ের পায়ে সঁপে দিও ,
সকল অপরাধ ।।