কলমের আঁচড়ে আঁকা কৃষ্ণকায় ধূসর ছবি এক,
ভাবনার তরঙ্গে বহু প্রাচীন ইতিহাস
মরুবালিকার দীঘল আঁখির দীর্ঘ প্রতীক্ষা
হেরোডোটাস লিপিকথায় লেখা আছে রুগ্ন প্রেমের ইতিকথা
অন্তিম শপথ ধোঁয়াটে মুখ ধোঁয়াশা প্রতিচ্ছবি
লোভের আগুনে পোড়া স্বপ্নসাধের ছোট এক বাসা
সাদা কালো সিনেম্যাটোগ্ৰাফির নীরব সাক্ষী তোমার পাতাঝরার বেলা
রঙ্গমঞ্চের জমজমাট দরবারে প্রেম আর ঠিক কাব্যময় নয়,
তপ্ত দগ্ধ বেলায় সুদূর প্রান্তরে মিলিয়ে যাওয়া এক বিন্দু তুমি,
তোমার কোষস্থ বর্ণমালা পাল্টে গেছে জেনো।
তুমি আর সে তুমি নও।
আজ তুমি একই বৃত্তের অধিশ্বর।
তোমার তর্জনী দিক নির্দেশ করে।
প্রতীক্ষার আঁখিতে শুকনো জলের ধারায় জ্বলে লেলিহান ত্রাস,
তামাটে অবিন্যস্ত ইতিহাসের পাতা আজ জীবনের আশ্বাসে রঙ্গীন,
তোমার সোনালী বিদ্রোহ লিপিবদ্ধ রবে আগামীর পাতায়।
শূন্য থেকেই রচিত হবে তোমার অবস্থান।