প্রতিশ্রুতিহীন ধ্বংসের মুকুটে মানচিত্র
সর্বাঙ্গে লাগামহীন সর্বনাশের কালো দগদগে ঘা
ডাঁই করা সভ্যতার শব দাঁত বের করে হাসছে
কটু, আঁশটে গন্ধ বাতাসের গায়ে
আগুনের আঁচে টি.আর.পি বাড়ে টেলিভিশন স্লট
হিংস্রতার কারাগারে অবরুদ্ধ পতাকার রঙ
অদ্ভুত ভাষা, পাংশুটে চোখ–বড় নির্দয়, নির্মম
মুক্তির উদগ্ৰ বাসনায় ডানা ঝটপটানো
অতল খাদ–বেরিয়ে আসার পথ বন্ধ
কৃষ্ণগহ্বরের মহাকর্ষীয় শক্তি টেনে নেয়
পালাতে পারে না তড়িৎ চুম্বকীয় বিকিরণ থেকে
শুষে নেয় সব আলোর রশ্মিকে
শ্মশান স্তব্ধতা। খোলা আছে সেদিকটা।
হাড়গোড় বের করা গণতন্ত্রের পোড়া কাঠ
ঘোলাটে চোখে অথৈ শূন্যতা
পেছনে ফেলা আসা সুখের কোরক
সন্ধানে নরম আলো….
খুঁজে দিতে পারো কি?
খুলে দিতে পারো কি অদৃশ্য খাঁচার দরজা?