রেললাইন আর সড়কের ধারে ঘেঁষে অনেক ছুটেছি মা-
এবার তোমার কোলেই ফিরবো।
শ্রাবণধারায় স্নান করে সবুজ আঁচল পেতে বসে আছে আমার মা
তাঁর এলোচুল বেয়ে অবিরাম ঝরে চলেছে বৃষ্টির ধারা-
আমার পুষ্পোদ্যানে এখন জমা জল
চাক হারানো বোলতাগুলো খিড়কির আশেপাশে ইতস্তত উড়ে বেড়ায়-
আমি কেবলই দেখতে পাই আমার মায়ের সিঁদুরে রাঙা মুখ-
নোয়ানো মাধবীলতায়!
মেঘের পাহাড়ের ওপারে গলিত রূপোর ঝর্ণা ঝরায় চাঁদ-
খসে পড়া তারাদের পোড়া শরীর বয়ে বেড়ানো বাতাসে মিশে আছে আমার শূন্য শরীর।…
ঐ যে দেখি নদীর পাড় ধরে দু’হাত বাড়িয়ে ছুটে আসছে হেলেঞ্চা কলমি লতারা
শ্রাবণ ধারায় স্নান করে সবেদা জামের ডালী সাজিয়ে বসে আছে আমার মা
এই ভ্রাম্যমাণ গুঁড়ো গুঁড়ো শরীর নিয়ে লুটিয়ে পড়বো তোমারই স্নেহের আঁচলে-
এবার তোমার কোলেই ফিরবো মা।