আজকাল কেমন যেন বদলে যাচ্ছে চেনা জগৎটা!
চেনা ফুল পাখি পথঘাট স্বজন
সবকিছু!
চেনা বিবর্ণতা বর্ণিল!
চেনা বর্ণিলতা আসলে বিবর্ণ!
গলিখুঁজি-এঁদোডোবা থেকে পুকুর
পুকুর থেকে নদী-নদীর বুকের সেতু
আর তারপর…সমাপ্তিহীন রাজপথ!
বিরামহীন মনুষ্যলোকে আজ চক্রব্যুহে বন্দী মানুষ!
হিংসা কলহ স্বার্থমগ্নতায় জর্জরিত সর্বোত্তমের অস্তিত্ব!
চতুর্দিক হতে ছুটে আসে প্রাণনাশী অগ্নিবান!
তৃণভূমি থেকে রণভূমি
সর্বত্রই ছুঁয়ে আছে বিধাতার পূর্বনির্ধারিত অভিশপ্ত কালোহাত!
জীবিত ধরার দেহে শোভা পায়
মৃত্যুপুরীর নীলকান্তি!
ভুল বা নির্ভুল বুঝি না!
ভোল বদলের কাহন গাইতে গাইতে একসময় বুঝি শরাহত জীবনের আল্পনায় ফুঁটে উঠেছে শরাহত কৃষ্টির ইতিহাস!