বকুলেরা ঝরে গেছে রসতরু থেকে
পথিকেরা অবহেলে চেয়ে দেখে রোজ।
আপন খেয়ালে হাওয়া বয় এঁকেবেঁকে
পথধূলি কাঁদাজল নেয় শুধু খোঁজ।
শহরের আকাশেতে উড়ছে শকুন
শ্মশানেতে পুড়ে চলে নিঃসাড় প্রাণ
গোলাপি হৃদয়গুলো হয়ে গেছে খুন
অলিতে গলিতে ভাসে চিতা পোড়া ঘ্রাণ।
ঘরের পাঁচিলে বসে বিষন্ন কাক
খুঁজে চলে রক্তিম কানকোর স্বাদ!
ক্ষুধার্ত ঠোঁট হতে শুধু দেয় ডাক
শুভক্ষণেরা সব হয় বরবাদ।
বসন্ত তবু আসে বছর ঘুরে!
শুধু বদলায় ঋতু নিয়মমাফিক
মূকনীল হৃদয়েরা ছাই হয় পুড়ে
টিকটিকি ডেকে চলে ঠিক ঠিক ঠিক।।