হাসনুহানার মাতাল গন্ধে রঙ ধরেছে রঙ্গনে
বর্ষা দারুণ উথাল-পাথাল নামুক হিয়ার অঙ্গনে
লাজুক আভায় মন রেঙেছে যেমন রক্তচন্দনে
সৃষ্টিধারায় কৃষ্টি ভাসুক মেঘ তড়িৎের বন্ধনে।
খোলা জানালায় গন্ধে বিভোর বর্ষাসুখের স্বপ্নবাসর
পুষ্পশাখে আজ সারারাত চলছে জমাট জলসা আসর
কদমডালে স্বর্ণ শোভা-রৌপ্য শোভা কামিনীতে
বাদল মেঘের বজ্র মাদল ঝরায় সুধা যামিনীতে
স্ফটিক আভায় তড়িৎ আকাশ কাটায় আঁধার কুঞ্জবনে
মনভ্রমরা লাজুক ঠোঁটে গান গেয়ে যায় গুঞ্জরনে
জলোচ্ছ্বাটের স্পর্শ পুলকে শিহরাক মন ক্ষণে ক্ষণে
শ্যামল অঙ্গনে বর্ষাধারার বাঁধ ভেঙে যাক সনে সনে।।