ওহে প্রাণের কবি
তোমার কবিতায় আজও শিরায় শিরায় রক্তস্রোত ম্যারাথন গতিতে ছোটে!
তোমার সাম্যবাদের দীক্ষামন্ত্রে
হৃদয়ের অলিন্দে আছড়ে পড়ে উষ্ণ রক্তস্রোত!
তুমি প্রাণের কবি কাজী নজরুল।
ওহে বিদ্রোহী কবি
তোমার কবিতায় ফুসফুসের রূদ্ধ বায়ুর মৌসুমি বিস্ফোরণ ঘটে উন্মুক্ত অধর ওনাসিকাগ্রে!
তোমার বিষের বাঁশীর বারুদমাখা বায়ু
একরাশ ঝোড়ো বাতাসসম আমার প্রাণবায়ুকে উদ্দীপিত করে
জ্বালিয়ে তোলে লেলিহান দাবানল!
তুমি বিদ্রোহী কবি কাজী নজরুল।
ওহে নবজাগরনের কবি
তোমার ভাঙার গানের উদাত্ত আহ্বানে
আমার প্রতিটি স্নায়ুকোষে জ্বলে ওঠে তড়িৎ স্ফুলিঙ্গ!
একবুক দাবানলে ফুটে ওঠা টগবগে রক্ত আর তড়িৎচুম্বিত স্নায়ুপ্রবাহে
আমি ছুটে যাই কবিতার এ-প্রান্ত থেকে ওপ্রান্তে-
পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে-
ধ্বংসের দিকভ্রষ্টতা থেকে সৃষ্টির নতুন দিশায়।।