বাংলা ভাষা আমার দেশের প্রাণের ভাষা
নাড়ীর টান মাটির শেকড়, রক্তে মেশা।
বাংলা মায়ের শহীদ বীর সন্তানেরা
তুচ্ছ করে বলিদান দিয়ে হলো সর্বহারা।
মাতৃভাষা বাংলা রবে আমার দেশে
ঐক্যবদ্ধ হও সবে জাতি নির্বিশেষে।
আমরা বাঁচি আমরা মরি বাংলা ভালবেসে।
একুশে ফেব্রুয়ারি কত রক্তের বিনিময়ে,
আমার বাংলাদেশের ভাইয়েরা করল জয়।
আকাশে বাতাসে মুখর হলো জয় বাংলা জয়,
সেদিনের সেই শহীদ ভাইয়েরা আজও আছে
আমাদেরই সাথে অমর হয়ে, দুই বাংলার মাঝে।
উচ্চস্বরে বলি এসো সবে আমরা বাঙালি
বাংলাদেশ সোনার দেশ আমরা নইতো কাঙালি।