প্রেমের অমৃতস্নানে আত্মভোলা বসন্তের
উন্মত্ত লগ্নে সেই চেনা অবয়ব l
চলন্তিকা অসমাপ্ত স্বপ্নের আড়ালে,
শাড়ির ভাঁজের ঘন আঁধারে,
নিঃশব্দ আমার আরশি নগর l
বাতাসের গায়ে স্মৃতির তীক্ষ্ণ জ্বালায়
মরিচা পড়েছে আয়নার নকশায় l
আয়নার আড়ালে সুসজ্জিত সম্পর্ক নীরবতা পালনে ব্যস্ত l
দিগন্ত নীলিমায় সুদূর নিহারিকায় ব্যাকুল শত নিপীড়ন l
আরশির আবরণে জমেছে আত্মগ্লানির জট l
আকস্মিক চেতনার নিবিড়তায় চঞ্চল হয়ে ওঠে
উদাসী পবন l
জীবনের দোলাচলে ঝোড়ো নিঃশ্বাস l
অতিশয় যন্ত্রণায় দীর্ঘ, বিনিদ্র রাতে ভেসে ওঠে
আরশির বিদীর্ণ হৃদয় l
পরিত্যক্ত একাকিত্বে বেদনার ছাই ছাপা কষ্টে
অস্থির আন্দোলন l
আরশি হতে প্রতিফলিত মলিন বদনে তীব্র যন্ত্রণার
নীলাভ অবয়ব l
আরশি নগরে আজ হতাশার মিছিল l
অবিশ্বাসের ঢেউ চূর্ণ করেছে হৃদয় আয়না l
মিথ্যে সান্ত্বনার মাঝে আমার কাল্পনিক অবস্থান l
আরশির অবয়বে ফুটে উঠেছে বিশ্লেষণী চেতনা l
তোমায় একরাশ অভিনন্দন আমিহীন আরশি নগর ll