এক পটে দুর্বিষহ নির্মমতা আবার অন্য পটে রোমান্টিকতার সাক্ষী হলো রিক্সা,
মানবের ওপর ভর করে মানবের প্রস্থান,
নাম আমার রিক্সাওয়ালা l
ভাগ্যের পরিহাসে আমাকে মানবতা ও মূল্যবোধের
মাপকাঠিতে পরিমাপ করা বারণ l
বিলাসবহুল শহরের মাঝে রাস্তার অলি-গলি আমার ঠিকানা l
ঋতুর বৈরিতায় কখনো দগ্ধ, কখনো সিক্ত,
কখনো আবার রুক্ষ আমি মানববাহী যান l
শুকনো রুটি বা ছাতু আমার পরিশ্রমের চরম প্রাপ্তি l
শরীরের ঘামে সিক্ত, ছেঁড়া জামাটাও নীরব,
জড়িয়ে থাকে দুঃখের সাথী হয়ে l
ভোর ঊষসী হতে রাত্রি পাড়…
পরিশ্রমী দেহে ক্লান্তি নিবারণের স্থান অস্থায়ী l
আমার হৃদয়ের গহীনে লুক্কায়িত যন্ত্রনা
মাথার বালিশ করেই বেঁচে থাকা l
মনের সিঁড়িতে প্রতিনিয়ত অস্থিরতার খেলা l
শত শতাব্দীর কান্ডারী আমি,
স্তব্ধ সময়ে ছায়ার দেওয়ালে অস্পষ্ট জীবনের কাহিনী আঁকি l
ধূসর বিকেলে ক্লান্তি সকল জমায়িত হয়ে গোধূলি কালে চাপের সৃষ্টি করে l
তাও বেঁচে থাকা…
জীবন ও জীবিকার তাড়নায়
আমি রিক্সাওয়ালা ll