অজানা মোহে বেঁচে আছি এমন নিথর হয়ে,
ক্ষমা করো প্রভু, এই কামনা অনুতপ্ত হৃদয়ে l
পুণ্য হয়তো করিনি কভু,করেছি কেবলই পাপ,
এগিয়ে গেছি ক্রমশ এক-একটি মৃত্যুর ধাপ l
পরকে খুশি করার মতো, করিনি কিছু সঞ্চিত,
তাইতো তোমার করুনা হতে আমি সদা বঞ্চিত l
একদা নির্জনে কানে আসে ক্রোধের চিৎকার,
মানবের সত্তা মাঝে কেবল অসহায়ত্বের হাহাকার l
সমাজে মানুষ আর অমানুষের নেই কোনো অমিল,
তাই করিনা অনুশোচনা, হৃদয় দ্বারে দিয়েছি খিল l
নির্দয় এই সমাজে করি শুধু বিচারের অপেক্ষা,
মৃত্যুমুখী আমি, প্রতিনিয়ত করি মৃত্যুর প্রতীক্ষা l
মুখোশের কোলাহলে বাঁচতে চাইনা,আমি ক্লান্ত ভীষণ,
স্বার্থের সাগরে ডুবেছে সমাজ, হবে ধ্বংসের আগমন ll