যোজন শূন্যতায় প্রতিনিয়ত বিশ্বাস-অবিশ্বাসের আলোড়ন,
বুকের অলিন্দে রক্তবাহিকার বেসামাল সঞ্চালন l
তিমিরবাসরে বিচ্ছেদব্যথায় মগ্ন বিনিদ্র আঁখি,
ধূসর আঁচলে ম্রিয়মান স্বপ্ন সকল গচ্ছিত রাখি l
প্রেমের সম্মেলনে নীরব নিষিদ্ধ কামনা,
কলঙ্কের ভারে হৃদয় অন্তঃপুরে সঞ্চিত যাতনা ll