একটা মতির মালা….
উপহারে পেয়েছিলাম, খুব যত্ন করে রেখে ছিলাম
হঠাৎ একদিন দেখি অল্প আঘাতেই মালাটা ছিঁড়ে গেল।
আর সবকটা মতি মাটিতে পড়ে এদিক ওদিক ছড়িয়ে গেল।
খুব সাবধানে একটা একটা করে মতিগুলো কুড়িয়ে নিয়ে আবার মালা গাঁথতে বসে গেলাম!
মালা গাঁথা যখন প্রায় শেষ
একি ! মালাটা আবার ছিঁড়ে গেল…!
এত করে চেষ্টা করেও আমি আর মালাটা গাঁথতে পারলাম না।
সূতোটাই যে পচা ছিল …
মুক্তোর ভার নেবে কি করে !
তাই সব মুক্তো বাক্স বন্দি করে রেখে দিয়েছি।
আর ঐ পচা সূতোটা ;
ও আমি ফেলে দিয়েছি।