বেঁচে থাকার লিপ্সা সকল বিসর্জন দিয়ে
মৃত্যুর সমীপে হয়েছে অবতীর্ণ কিছু অসহায়,
নিজস্ব দাবি প্রকাশের পন্থা হিসাবে অনশন কে
করেছে অবলম্বন l
ব্যস্ত রাজপথের কোণে গড়ে তুলেছে তাদের নষ্ট নীড়,
পথচলতি গুটি কতক মানুষ করেছে সামান্য ভিড় l
গহীন আঁধার সম সকালে উঠে চেয়ে রই অপলকে
টেলিভিশনের অভিমুখে l
কর্ম সূত্রে আন্দোলনকারী মানুষগুলো পতিত, লাঞ্ছিত,
রক্তাক্ত লুটোপুটি খাচ্ছে রাজপথে l
শশব্যস্ত প্রাতে এ কেমন নির্মম চিত্র?
এ কোন বিদ্রোহের আস্ফালন,
নাকি ব্যাক্তিগত আক্রোশ,নাকি রাজনৈতিক খেলা l
দ্বেষ-হিংসার উল্লাস যত্র তত্র,
অশ্রু বিন্দু ও শুষে নিচ্ছে পাষাণ পিচের রাস্তা l
প্রাপ্য দাবির মোড়কে দিতে হলো বলিদান l
চারিদিকে পুলিশ ব্যারিকেট,
নিথর দেহ তোলা হচ্ছে স্ট্রেচারে,
কী ভয়ঙ্কর দৃশ্য l
নিজস্ব প্রাপ্যতা আদায় আজ মানুষকে বলিদানের
সম্মুখীন করে তুলেছে l
দুঃখের বর্ষায় আত্মোৎসর্গ করেছে কিছু অসহায় মানুষ l
ক্ষোভ সঞ্চিত হৃদয়ে অব্যক্ত অনুভূতি জাগায় পীড়া,
ব্যক্ত করলেই তুমি হবে বলিদানের খাতায় নামাঙ্কিত l
রুদ্ধ জীবন স্রোতের ধারায় কবে ভাঙবে ধৈর্য্যের প্রাচীর? অপেক্ষায় রইলাম …