ঘরে ঘরে খেলছে রঙ সবাই
গেয়ে বসন্ত উৎসবের গান
এসো খুশির আনন্দে তাই
ভরাই এই মন ও প্রাণ।
ভুবন সেজেছে যেন আজ
দুলিয়ে রক্তরাঙা পলাশে
রামধনু ছড়িয়ে সে সাজ
মাতায় মুগ্ধতার আভাসে।
ফাগুন হাওয়ায় দোলে কিংশুক
দেখি অভুক্ত ক্লিষ্ট কাতর মুখ
আনে ডেকে অকারণে দুখ
ক্ষিদের জালায় নেইকো কোন সুখ
ফাল্গুনী রঙ নেই যে তাদের মনে
দুঃখ ভরা এই অমল জীবনে
জ্যোৎস্না ভরা পূর্ণিমা রাতে
হয় না দেখা তাদের বসন্তের সাথে।