চাঁদ তো নিয়মে চলে থাকে না সময় হলে
নদী শুধু জ্যোৎস্নাকে বুকে ধরে রাখে,
ওই তো প্রকৃতির নিয়মেই সে আসে যায়।
শুক্লপক্ষের অবসানে সে কোথায় লুকায়।
নীল আকাশ নীরব ধারায় চাঁদকে হারায়।
থাকে প্রতিপদের অপেক্ষায় চাঁদের মুগ্ধতায়।
জীবন ভাসে সুন্দরের কল্পনায়
সেও মুগ্ধ চাঁদের জোছনায়
জীবনও সঙ্গী চায় চাঁদের মতোন হায়
তবু সে তো থাকে অধরায়।
জানে জীবন পাবে না তাকে
তবু কল্পনায় হৃদয়ে রাখে
কল্পিত মানস পটের মানসী
যাকে মন বলে ভালবাসি।
নাই বা এলো অমাবস্যায়
গোপনে থাকে মণিকোঠায়
গোলাপ হয়ে মন বাগীচায়
সৌরভের টানে ডুবে নেশায়।