সাগর সারাদিন শুধু গর্জায়
শ্বেতশুভ্র হিমশৈল নদীর ধারায়
প্রবলবেগে নানা পথে ধায়,
নামে পাহাড়ের বুক চিড়ে খরস্রোতায়
সমতল ভূমিতে অফুরান সজীবতায়
কল্লোলিনী ধারায়,ছোটে আপনবেগে
নদী নামে পথে চলে এঁকেবেঁকে
সর্পিল হয়ে যেন ধরনীর বুকে হারায়
আত্মাহারা হয় মিলিবার আশায়
সাক্ষাতে এসে মেলে সঙ্গমের মোহনায়,
স্বপ্নগুলো তার মনের ভিতর আছারায়
আমি দাঁড়িয়ে দেখি বাস্তবের দরজায়।