জীবন পথের বাঁকে দাঁড়িয়ে
ঝলমলে রোদ ছড়িয়ে অর্ক
কিছু কথা চুপিচুপি এড়িয়ে
মেঘের আড়ালে ভাঙলো সম্পর্ক।
ছিল যে তার সাথে ছোট্ট, পরিচয়
সম্পর্কে সে আমার মায়ের ভাই হয়
হৃদয়ে ছিল না তবু কোন তার টান
দেয়নি তাই সে সামান্যতম অনুদান।
অনেকদিনের পরে শুনেছিলাম অট্টহাসি তার
বলেছিলাম হাসছো কেন আর
তোর চাঁচাছোলা কথায় পাচ্ছে আমার হাসি,
ওসব কথা শুনতে আমি কি আর ভালবাসি?
আমার কথা ভাল লাগেনি তার
স্পষ্ট কথা ভাল লাগে বা কার?
জীবদ্দশায় ভাল মানুসি চেহারায়
‘ঠকবি নে’- সুমিষ্ট তার ভাষায়
বিষয় আশয় পাবি ঠিক সময়
সবপ্রাপ্তি কি আর সবার ভাগ্যে হয়?
অকারণ করলাম ঘোরাঘুরি
পারি নি ফিরতে সেদিন বাড়ি
সুখে থাকতে ভুতে কিলালো কতদিন
মৃত্যুর পরে হল তার সাথে ঋণ।
হঠাৎ দেহ রাখলেন তিনি যেদিন
পচনশীল দেহ জুড়ে আত্মা সেদিন
কেঁদেছে, রুধিরাক্ত দুর্গন্ধ মলিন
আমি উপুর করেছি হাত তার সম্মুখীন।