তুমি আমার ভালোবাসা চিরন্তন,
একেবারে মিষ্টি টেডির মতন
হৃদয়ের প্রতীক এই টেডি বিয়ার
ভালোবেসে আনন্দে থেকো ডিয়ার।
হ্যাপি টেডি বিয়ার ডে আজ যে
তোমার জন্য টেডি বিয়ার সেজে
চিরকালের জন্য তোমার সাথে
সঙ্গী হয়ে চলব আমি এক পথে।
টেডি বিয়ারের হয়না হৃদস্পন্দন
তবুও জীবনে আছে এর প্রয়োজন
টেডি বিয়ার ভরপুর ভালবাসায়
হ্যাপি টেডি ডে মন ভরুক আশায়।
তুমি আমার চোখের তারা,
দেখতে চাই মুখের হাসি
দিলাম আজ টেডি উপহার
এভাবে থাকবে পাশে আমার।
আমি হন্যে হয়ে খুঁজেছিলাম
গোলাপি ভালুক তোমায় দিয়েছিলাম
যাকে জড়িয়ে করবে অনুভব
মুহূর্তে দুঃখ বেদনা ভুলবে সব।
জীবনে আসবে জানি সমস্যা
হ্যপি টেডি ডে অনেক আশা
তোমার জন্য অঢেল ভালবাসা
তুমি একমাত্র আমার ভরসা।