যদি পারো, এক টুকরো আকাশ এনে দিও
আমার সঞ্চিত মেঘ বৃষ্টিরা ভেসে বেড়াতে চাইছে
ওদের জায়গা করে দেবো।
যদি পারো, মুঠো ভর্তি রোদ্দুর এনে দিও
আমার মেঘলা আকাশে ঝলমলে হাসি ছড়িয়ে দেবো।
যদি পারো, পূর্ণিমা রাতের কিছুটা জ্যোৎস্না চুরি করে এনে দিও
আমার অমাবস্যার আকাশটাকে আলোয় ভরিয়ে দেবো।
যদি পারো, অগণিত জোনাকি এনে আমার আঁচল ভরে দিও
রাতের আকাশে ঝিকিমিকি তারাদের সঙ্গে আলোক মালার প্রতিযোগিতা করবো।
যদি পারো, খানিকটা বসন্তের বাতাস এনে দিও
আমার পৃথিবীটা এখনো বর্ষার হাঁটু জলে ভাসছে
কিছুটা স্বস্তির হাসি দিতে পারবো।
যদি পারো,এক খন্ড বাগান এনে দিও
আমার বাগানের ফুলগুলো আশ্রয়হীনা
ওদের নতুন করে ফুটে ওঠবার স্থায়ী বাসস্থান দেবো।
যদি পারো,আস্ত একটা সৈকত এনে দিও
আমার সমুদ্রে যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্ত
ওদের বিশ্রামের জায়গা করে দেবো।
ওরা যে ভীষণ ক্লান্ত।