পরজন্ম বলে সত্যি যদি কিছু হয়, হবো আমি শখের কবি,
গোধূলি বেলায় নির্জনে বসে কবিতায় আঁকবো তোর ছবি l
এই যে একঘেয়েমি অপেক্ষা,উপেক্ষা,অবহেলার নীতি,
এখনই বলে দিলাম এই দুষ্টুমিতে টানবি চির ইতি l
কোনো এক অলস দুপুরে হবো ট্রাম লাইনের সাথী,
যদি আকাশ ঝরায় বিন্দু বারি তাতেই করবো মাতামাতি l
আমি হবো ভবঘুরে কবি, তুই আমার একলা পাঠক,
কবিতার অনুভূতি সকল হবে তোর আঁখি ময় আটক l
পরজন্মে তোকে নিয়ে ছোঁব দূরের ওই অসীম আকাশ,
ফানুস হয়ে উড়বো মোরা সাথে থাকবে উষ্ণ প্রকাশ l
রক্তে মিশ্রিত কামনা সকল বিস্তৃত শিরা-উপশিরা শরীরময়,
পরজন্মে অমরত্ব নয়, চাই তোর সাথে আমার প্রণয় l
খুব ইচ্ছে,হবো তোর প্রিয় শাড়ির আঁচলের চাবির গোছা,
অতি যত্নে রাখবি আমায়, হৃদয় হতে যাবে না সহজে মোছা l
তোর শরীরের ঘ্রাণে মাতোয়ারা হবো অনিমেষ,
এ জন্মের ন্যায় পরজন্মে ও তোর মাঝে হবো শেষ l
অবহেলিত, অসম্পূর্ণ অনুভূতি সকল খোঁজে আস্তানা,
পরজন্মে কথা দিলাম শুনবো না কোনো বাহানা l
আমি হবো হাজার অসুখের মাঝেও সবচেয়ে সুখী,
নদী হয়ে মিলনের তরে হবো তুই নামক সাগরের অভিমুখী l