আমাকে ওরা পাগল বলেছিল সেদিন
পাগল বলেছিল সারাদিন——-
আজ আর আমার মতো পাগল হতে চায়না কেউ
সবার চোখে-মুখে শুধু কিছু পাবো পাবো বলে চাহিদার ঢেউ।
আমিতো কিছুই চাইতে পারিনি এই জীবনটার কাছে
শুধু জীবনের খেলাঘরে জীবনকে বয়ে গেছি মিছে
তবু কিছু ঝরা জল ক্লান্ত আকাশের শরীর হতে পড়ে ঝরে
মনে পড়ে; বাস্তব জীবনের অনেক কথাই মনে পড়ে
তথাপি জীবন মাপি সাধনার ঘুমো ঘরে
আমি পাগল হয়েই থেকে যেতে চাই তোমাদের মনের ঘরে।