অযাচিত ঝংকার ভেঙেছে সংসার
আমি পড়েছি লুটায়ে;
তুমি রেখেছো সাজায়ে তোমার অহংকার
আজ রজনীর শায়িত সজ্জা দেখেছে গুচ্ছ লাঞ্ছনা
সংকোচিত বোধ হয়েছিল এ হৃদয়ে পেয়েছিল লজ্জা।
ছলনার কথা আর বলোনা।
জীবনের অধিকাংশই সময় হলো অপচয়
ঘিরে ধরেছিল যত বিষণ্ন মেঘ সময়ে অসময়ে আমায়;
আমি তবু ঘুরি ফিরি পৃথিবীর গলিপথে,
যাব চলে একদিন——
অতীত হবে এই সব দিন——-
পড়বো ঘুমিয়ে নিরব রথে।
বিফল জীবনের মুহূর্তেরা করেনি প্রত্যাশা কোন সফল জীবনের
পরিযায়ী পাখির মতো আসা আর যাওয়া
পৃথিবীর দুঃসময়ে আমি লিখেছিলাম গান—-
হয়নি সে গান গাওয়া।
আর কিছু নাইগো দেখার, নাই গো পাওয়ার,
এক লহমায় গতিপথের সব অপ্রাপ্তি গুলোই হয়ে গেল পাওয়া।