একুশের সকাল তোমায় দেখি
অন্য কোন রূপে,
একুশের সকাল তোমায় দেখি
উদ্বেলিত মানুষের সুপ্ত ভাবনায়।
একুশের সকাল তোমায় দেখি
ছেলে হারা মায়ের আনমনা বেদনায়।
একুশের সকাল তোমায় দেখি
ঢাকার রাজপথের রক্তের ঝর্ণায়।
একুশের সকাল তোমাতে দেখি
নিবির সবুজের মাঝে কোমল সূর্যের হাসি,
একুশের সকাল তুমি ছিলে বলেই—
হয়ত মায়ের কোলে আমি বাংলায় হাসি,
রক্তিম লাল ঐ রবির গগন আড়ালে
দাঁড়ায়ে আছে যেন সেই দুঃস্যাহসী রণবীর,
আসমানের ঐ মুক্ত বাতাসে
রুক্ষ দাবানলে শান্তির স্তুপ।
একুশের সকাল মানে
জাগ্রতমানুষের অগ্রসরের পথ,
তাইতো বুঝি আজও বিশ্বমাতার
নরম কোলে দাঁড়ায়ে আছে সালাম,
রফিক,শফিক, জব্বার, বরকত।