আকাশের বুকের গভীরে পাখিদের ঠিকানা
আশ্বিনের রোদ্দুরে পুড়লে
শরীরের অংশ গলন্ত সোনার বরণ
নিশানায় যখন দুপুরের ফেরিওয়ালা
কাকেদের কর্কশতা একেকটি সবুজ সংকেত
পৃথিবীর অলিন্দে ধুপকাঠি ব্যস্ততায়
কিছুটা ছাই কিছুটা ধিকি ধিকি আগুন
শুকনো পাতায় যেমন লেগে থাকে চৈত্রের ঘাম
আর উনুনের দেহলিপি
তেলাপোকা হয়ে এগিয়ে চলে লকডাউন জীবন
রাতের অন্ধকারে মুখোশের দাপাদাপি
পাখির ঠোঁটের অপাচিত শস্য কণায়
পাখা মেলতে থাকে আগামীর বটবৃক্ষ