রক্তে রাঙানো স্বাধীনতা
আজ পেল স্বীকৃতি,
প্রজাতন্ত্রে দীক্ষিত হলাম
আমরা ভারতবাসী।
মাঝরাতে চুপিচুপি,
হাতবদলের ইতিহাস-
অপমানের দ্বিখন্ডণ,
মানলো ভারতবাসী।
সংবিধান নামেই আছে
মারছে ছুরি পিঠপিছে।
আইন আছে আইনের মতো
সবটাই যে আলেয়া যত।
লুঠে নিয়ে মৌলিক ন্যায়
চলছে যে মাৎস্যন্যায়।
তিয়াত্তর বছর পেরিয়ে এলেও
সমানাধিকার আজ অন্তরায়
প্রজা যদি আমরা,তবে!
রাজা বলো কে, আর কেন হবে?
নিজের স্বার্থে আইন প্রনয়ণ
প্রজা সেথা আছে কোনখানে?
রাজারা যখন মত্ত বিভোর
প্রজারা তখন কি করে আর।
তবুও বলি চোরেদের মাঝে
আমার ভারত শ্রেষ্ঠ বিশ্বমাঝে।।