যখন আমি হারিয়ে যাবো
না ফেরারই অন্ধকারে
থাকবে পড়ে অনেক স্মৃতি
আমার একলা শূন্য ঘরে
সকল বাঁধা ছিন্ন করে
মেলবো ডানা তেপান্তরে
ভিজবে না চোখ আলোর ছটায়
পড়বে না পা ঘাসের পড়ে
আমার স্মৃতি পড়বে মনে
কাঁদবে যখন একলা ঘরে
মায়ার বাঁধন ছিন্ন করে
তখন আমি অনেক দূরে
যখন আমি হারিয়ে যাবো
না ফেরা সেই অনেক দূরে
তখন আমায় খুঁজবে জানি
চাঁদের আলোয় তারার দেশে
রাত্রি যখন অনেক ঘন
আকাশ জুড়ে জ্যোৎস্না নামে
আমায় ভেবে একটু কেঁদো
ভালোবাসার অভিমানে
বাস্তব