আততায়ী চাঁদ বিছানার ওপর লুটোপুটি খায়
অসংযমী ভদ্রতায়
অসুখের ছায়া আরো গভীর,গভীরতর
বিরল প্রতারকের এমন
অপার মধুর হাসির বন্যায়।
সুন্দর প্রাকৃতিক দান তাই বিবর্ণ,
মৃত্যুখাদে জীবন্ত প্রতিছব্বি প্রতিদিন
ঘোলাটে হৃদয়ের অস্পষ্ট কর্নিয়ায়।
ছলছল ভাষা অবিরাম কথায় কথায়
বিষন্ন পামরের ভূমিকায়।