কেউ পয়সা খরচ করেও ধনবান
কেউ পয়সা না ছুঁড়েই গরীব –
এমন দোটানার ভেতর পেলাম
হাতের মোয়া ,চুপচাপ দেখা যাক
গরীবে-গরীবে ধনীতে -ধনীতে গরীবে-ধনীতে
পৃথিবীর বিস্ময়কর খেলাধুলা !
পয়সা-টয়সার জুড়ি মেলা ভার,
তাবলে পয়সার মধ্যেই প্রাণসঞ্চারিত
এবার ফ্রেঙ্কেস্টাইন গলা টিপে ধরলে
শ্বাসরুদ্ধ হয়ে নিস্তেজ হতে হতে
হটাৎ পেলাম খুঁজে নিজেকে।
জানোয়ার হওয়ার রাস্তাটা এভাবেই হয় সাফ
আর সন্তুষ্টি কিছুদূর দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ছাড়ে।