সজনী গো,রজনী চলিয়া যায়
আঁখি জলে নিদ্ নাহি পায়।
নিদ্ হারা রাতে জাগি একা
স্বপনে তোমার সনে দেখা ।
তোমা সনে হাসি গান
সবই হলো অবসান ।
কেমনে তরিব তরী
আনমনে কতো কথা স্মরি ।।
চোখের জলের শেষ
করি দিও এইবার ।
ধরা হতে দেহ ছুটি
সাধি বারে বার ।
‘শ্রীহরি ‘ আওলো দ্বারে
ধরি কর বুকে লয় মোরে ।
বরণ ‘করয়ে’ মালে গলে
মধু মুখ চুমে নিল মোরে ।।