মাঝ রাতেতে ঠাকুর দাদার
চোঁ চোঁ করে পেট ।
তারই মাঝে কালি পুজোর
ঢাকের বাদ্য বেশ।
কালি পুজোর ঘন্টা কাশি
মন্ত্র পড়ার রেশ।
ঠাকুর দাদার চোখ চলে যায়
পায়েস, নাড়ু আর মোয়ায়।
খিচুড়ি ভোগ থালায় ভরা
তারই পাশে লাবড়া।
কখন খাব পায়েস
আর জল ভরা সন্দেশ।
মনে ভাবেন মন্ত্র তে কি ই বা আসে যায়?
এ সব ই তো ভড়ং।
খাওয়ার নামেই ঠাকুর পুজো
নইলে খাবার নয়।
বামুন গুলোর বুদ্ধি সরেস
পুজোর তরে রোজের খাদ্য ও ভরণ পোষন হয়।
পুজোর নামে সোনা দানা টাকা কড়ি পায়
সেই তরে তো দুর্গা ,কালী হর বছরে মর্ত পানে ধায়।