অনুভূতির কার্নিশ বেয়ে বাতায়নের ফাঁকে
সঞ্চিত বিপুল ব্যথা,
শরীরের অঙ্গে অঙ্গে ধরিয়েছে পচন l
হৃদয় গভীরে বিস্তৃত শিকড়ের তীব্র দাপটে
শুনি বিকট হাসির শব্দ l
হাসির অন্তরালে সুপ্ত হৃদয় ব্যথা তুলেছে ঢেউ,
নীরব দীর্ঘশ্বাস আগলে থাকা কষ্টের আবেশে
ঝড়ের আনাগোনা,
আনমনে নিগূঢ় অভিমানে অশ্রুর প্লাবন ধারা
বাঁধ ভেঙেছে আঁখি কূল l
মহাকাশের পানে চিরতরে নিঃশেষ হতে চাওয়ার
রইলো আকুল প্রত্যাশা l
যদি একটু স্বস্তি পাই !
অবয়বে সঞ্চিত ব্যথার বিষ বৃক্ষ শিরার রন্ধে রন্ধে
নির্মম বাস্তবতার ছবি আঁকে l
চলে যেতে চাই সবকিছু ছেড়ে, বহু দূরে…
নিকষ কালো আঁধারে রচিত স্বপ্ন
বিক্ষিপ্ত, ছিন্ন ভিন্ন l
আজ বিরহ ব্যথার মাঝে আমি গাইতে চাই সুখের গান l
ক্ষমাহীন অত্যাচার সয়ে মূক ও বধির থাকার ইচ্ছে,
আমাকে বাঁচতে শেখায় l
তৃষ্ণার্ত বালিয়াড়িকে দিয়েছি করতলে ঠাঁই l
ন্যুব্জ মুখে বসে থাকা জ্যোৎস্না আলো আঁধারির
মধ্য তলে আবদ্ধ l
এতটা নীরব, এতটা উদাসীন হৃদয় ব্যথা আজ অক্ষম,
জীবন অবসানের দ্বারে হৃদয় প্রহর গোনে
মুক্তির আস্বাদের..
যদি একটু স্বস্তি পাওয়া যায় ll