ইকির মিকির চামচিকির
এক যে ছিল জমিদার
মস্ত বড় গোঁফ ছিল তার
লোকটা ভারি মজাদার ।
পারত খেতে ভীষণ রকম
সকাল সন্ধ্যে রাতে
চারটে করে মুরগীর রোস্ট
থাকত প্রতি পাতে ।
ঘুমের থেকে উঠেই যে তার
একথালা ভাত চাই
বলত হেসে এতটুকু খাই
ওই পেটটাই ভরাই ।
এত খেলেও চেহারা ছিল
চামচিকেরই মতন
লোককে ডেকে বলত মাসি
বাছা নেয়’না শরীরে যতন।
বাছার ছিল পেটের অসুখ
বলত না তো কাউকে
খেয়ে শুয়ে কাটাত দিন
ওষুধ খেত না সে ।
একদিন সে আনল ধরে
আস্ত একটা পাঁঠা
বলল মা এটা রান্না কর
ঠ্যাং চুষব গোটা ।
মাংস খেয়ে বাছার পেটে
হল ভীষণ গন্ডগোল
বাথরুম থেকে আর নড়ে না
বাড়িতে কান্নাকাটির রোল ।
অবশেষে হেকিম এসে
গেলাল কুইনাইন
এখন বাছা শুধরে গেছে
বলে অল্প খাওয়াই ফাইন ।