ঘু্মের ঘোরে স্বপ্নে দেখি
বিচিত্র এক নেতা,
শুনুন বলি আজব সে এক
দেশসেবকের কথা!
মোবাইলের -লেখা পড়ে
নেতা দাদার ভাষণ,
সবাই করেন ধন্য ধন্য,
জিতে যান তাঁর আসন!
ভোটে জিতে হাবুল বাবু
থাকেন সদা-পাহারায়,
হাজার হাজার সেনায় ঘেরা,
ঘুমিয়ে সে কেদারায়।
প্রবল প্রতাপ জন-নেতা
চলেন না সেনা ছাড়া,
উঠতে সেনা,বসতে সেনা,
সেনারা সদাই খাড়া।
ফৌজ নিয়ে মৌজ করে-
ঘোরান দাদা ছড়ি,
হিল্লি-দিল্লি যেখানেই যান
লাগে না কানা কড়ি।
রাস্তা দিয়ে চলার সময়
চাউনি ট্যারা বাঁকা,
চামচা যত, জোড় হাতে রয়,
মিথ্যে-বুলি ফাঁকা।
প্রজার মাথায় জুটুক না তেল
নেতার অঢেল তেল,
লুটের দায়ে পড়লে ধরা
চামচা খাটে জেল!
ডিগ্রী অনেক লম্বা যে তাঁর
স্কুলের নাম নেই জানা,
গোপন যে তার শিক্ষা-কথা,
বলতে আছে মানা।
এক বছরে-ই ফিরে গেল
হাবুল বাবুর কপাল,
ফেরে না যে ভোটার-ভাগ্য,
ঘোচে না হাঁড়ির হাল।