কল্পনার কর্ণিয়া দর্পণে
কোনও অর্বাচীন কলরব নেই ।
দূরত্বের দৈর্ঘ্যহীন শ্রমে নাচে
মনে মন মনোনীত সুখ ।
সময়ের গন্ডুষে পরিপাক হতে পারে
বিমুক্ত তাম্রলিপ্তের পতাকা উল্লাস ,
মননের সৃষ্টি রথ কিভাবে থামাবে ?
অরক্ষিত খাল বিল ছেড়ে
নাই বা গেলাম সঙ্গমে ।
সম মন এক হলে সাহারায়
সবুজের সাতনরি বৃষ্টি হতে পারি ।
যেখানেই যাই বা না যাই ,
গন্তব্যের ইন্দ্রসভায়
ভাবনার ভাঁটফুলে বেহুলার নূপুর বাজাবো !