নির্জনে ভালবাসবার নিশ্চুপ সময়
সপাটে গিলেছে
বখাটে বাহুল্যের বিজ্ঞাপনী সুখ ।
ভালবাসবে কবে ?
বিস্মিত হবার চোখে
টন টন প্রাচুর্যের ঠুলি ।
বিস্মিত কিভাবে হতে হয়
ভুলে গেছো বুঝি ?
লোভনীয় লক্ষ মালগাড়ি
ঘিরেছে ঘন কুয়াশার ভীড়ে
একান্ত আনন্দের মানবিক দ্যুতি ।
আনন্দের ব্যাকরণ
কে লিখবে আবার ?
ওই দ্যাখো ,
কালো মেঘে সাদা বক
একা একা অবকাশে আনন্দের খোঁজে ।