কোনো টাইফুনে কোনো সময়ে ছুঁয়ে ছিল যে তড়িৎ চুম্বক
আজও হাতছাড়া হয় নি তার বিষম প্রতিক্রিয়া,
আজও পিঞ্জর থেকে মুখ বাড়িয়ে ময়না-তদন্তে
উড়ু উড়ু পাখী খায় চেটেপুটে
অস্থি-মজ্জা গলিত শব, কারোর চোখে
ঐ পাড়া দাপিয়ে ছোটে পাড়ার দাদা-প্রতিক্রিয়াশীল!
স্পষ্ট কর্ণিয়ায় ধোঁয়াশার আলুথালু বিভা
কিছুতেই খোলে না ছাতা-ধরা বাতায়ন,
আগুপিছু টানটান সাতপাঁচ অভাবে সেইসব মানসে
আলোটাই অমাবস্যার এক প্রতিলিপি,
একচিলতে অত্যুজ্জ্বল ঠাসবুনোটে কালির আঁচড়
তাই নজরকাড়া অনাবিল!