জং ধরা পৃথিবীতে রং করা মানুষেরা করে ঘোরাফেরা
হবে আজ কর্মের অবসান———
নিরীহ পথিক বেশে আমি দাঁড়াবো এসে অবশেষে
দেবে কি না কিছু মোরে; দিও কিছু প্রতিদান।
ঘুঘু ডাকা নির্জন দুপুরে সুর নেই নুপুরে
অল্প হাওয়ায় গাছগুলো দোল খায়——
রৌদ্রের চুম্বন থাকে পড়ে সবুরে,
বেখেয়াল প্রতিপালন করে রচনা নব নব সংকলন
অযত্নে ফোটা ফুল যেন ঐ মহাকালের সমন।
এই মৃদু রোদ একদিন স্বপ্নকে ভেঙেছিল
ভেঙেছিল একদিন কল্পনার বিষপাথর;
প্রহর যাপনের শেষ ভুলে হয়েছিলাম কাতর,
অপ্রস্তুত বায়ুরেখা আমায় দিয়েছিল দেখা
অক্ষরমালার শেষ জ্বালায় আমার দীর্ঘ অপেক্ষা।
যন্ত্রণাহীন কোন স্বাধীনতা প্রাপ্তির হয়নি শুরু
তাহা যেন স্রোতে ভেসে যাওয়া———–
এক পরাধীন কাগজের নৌকার মুহুর্মুহু।