আমি যা কিছু লিখি সকলে ভাবে আমি টাকার হিসেব কষছি
আসলে কেউই অতটা থলি এভাবে না আমি কি করছি,
আমি যা কিছুই বলি লোকে ভাবে আমি’ আমার স্বার্থের কথা বলছি
আসলে কেউই ভালো করে শুনে না যে আমি কি বলছি,
আমি যা কিছুই শুনি লোকে ভাবে আমি কিচ্ছুটি শুনিনি
আসলে তারা ভাবতেই পারে না যে আমি সবই শুনেছি,
আমি যা কিছুই দেখি লোকে ভাবে আমি কিচ্ছুটি দেখিনি
আসলে আমি সবই দেখতে পাই
আমি যেখানেই যাই লোকে আমায় বোকা ভাবে
ওরা কেউই জানেনা। তবে, আমি অতটা বোকা নই।
আমি স্বভাবজাত ও চিত্র বহন করে এভাবেই পড়ে রই।