ঊষালগ্ন ভাঙে স্বপ্ন ,পেটের উত্তাল দেয় সিগন্যাল
নীল আকাশের মেঘগুলো হয়ে খরা দেয় ধরা
সকাল হতে রাত , রাত হতে সকাল চাতক খোঁজে চেতনা
কুয়াশা মাথায় ছুটে চলি সম্মুখে ,
সূর্যের রশ্মি গুলো দর্শক হয়ে দেয় উষ্ণতা ।
ছায়াগুলো সরে সরে যায় দূরে
নিরন্তর সীমানার সবুজ মায়ার আঁচলে বেঁধে রেখেছিল তবু
প্রাণের তাগিদ ;বাঁচার টান গতি দিয়েছিল কভু ।
আমি ক্ষুধার পথিক ফসল বোঝাই ধরণীর দেখি চারিদিক
ছুটতে গিয়ে আসে গতি ; পুকুর ;ঘাট প্রান্তর দূরে সরে যায় অতি
বিশ্বকে মনেহয় বিপরীত বস্তু ; আমি থামবনা, মানবনা কিচ্ছুটি ।
দূরে কোথাও কোন উজ্জ্বল ভবিষ্যৎ হয়ত আছে অপেক্ষায়
অশেষ প্রয়াস ক্লান্তির বোঝা ভুলবনা
সেদিন থাকবে ওগুলো জীবন প্রশিক্ষায় ।
কোন জীবনের প্রেরণা লিখে যেতে চাই আমার জীবনের চিত্রে ,
প্রজন্মের রূপান্তর হবে জানি একদিন
প্রজনন থেমে গিয়ে তাকাবে অতীতে ।