না পাওয়ার অস্থিরতা অতৃপ্ত আত্মার দংশিল চেহারা
কালকূটের বীর্যে সহস্র বংশধর।
নষ্ট মেয়ের শূলে চড়া কুষ্ঠ রোগগ্রস্ত সমাজের দায়বদ্ধতা,
পুরুষত্ব সগৌরবে হাঁকিয়ে থাকেন!
তবে কেন রাখতে হলো পতিত যোনিতে তোমার সন্মান?
আমিত্ববোধের ঐশ্বর্যে ইন্দ্র পতন
কোহিনূর শোভায় বাদশাহী সম্ভ্রম; হোক না নকল
আইভরি বাক্সে লুকানো তোমার পাগড়ী, মানের তকমা!
সন্মান কিসে থাকবে কিসে যাবে, তা ঠিক করে আমার বিচার।
আমার সাথে সম্পর্ক যে রাখতে চায়, তা ঠিক করবে তার প্রতি আমার ব্যবহার।
আমি দীর্ঘদিন ধরে কার সম্পর্কে থাকব, তা তৈরি করে আমার মন।
দেনা-পাওনার হিসেব সমান্তরালে অন্তহীন,
আমি একটা সরলরেখা চেয়ে ছিলাম
ছকে বাঁধা রুটিনের বাইরে বেড়তে পারলেই, নেই অভাব নেই অভিযোগ, খুব মজা আর খুব খুশি।