অনেকটা পথ পেরিয়ে হাঁপিয়ে পড়ে কৈলং
তীব্র রোদের প্রকোপ শুষে নিচ্ছে সমস্ত জৌলুস
খাঁ খাঁ করছে গামারী;শিশুর বন, যেন একটু হাওয়া পেলেই গন-গন করে জ্বলে উঠবে,
দাবানলের বিধ্বংসী বৃত্তান্তে কাঁদবে কি পৃথিবী?
একটু জিরোতে চেয়েছিল নদী, তোমরাও প্রসঙ্গে উদাসীন ছিলে।
শ্রাবণের ধারা, জলঘাস গলা উঁচু করে জানান দেয় গঙ্গাফড়িংদের
মেয়েটি হাঁটু জলে নেমে ছিল কিছু শামুক কুড়াবে বলে
অজান্তে অক্টপাসে জড়িয়ে পড়ে শরীরটা দুমড়েমুচড়ে নিগড়ে নেয়।
অজ্ঞাত মৃত যুবতীর সংখ্যা নয়, সকালের গরম খবরের কাজ তোমার টেবিলে!
স্বপ্ন দিয়ে গড়া তোমার ঘরে যদি ঢিল পড়ে, বর্মে ঢেকে রেখ শরীরটাকে।