বেলা শেষের শুরু হওয়া মেলা
স্বপ্ন জাগায় মনে,মিলিবে কূজনে
না পাওয়ার ব্যথা কেড়ে খায় গোধূলিবেলা
মনকথা কয় মনপসরার সৃজনে।
বনগুলো রণহীন, পাখপাখালীর প্রেম গুঞ্জন
বিভোর নয়নে একা খুঁজি কোথা মনোরঞ্জন?
পিয়াস জাগে,বারিধারা মাগে চাতক চাতকি
নীলাকাশে ডানা মেলে অশান্ত মন,
নিরবধি খলনায়কের দিশাহারা ভেলকি
আর কত রবে নীরবে,জ্ঞানহারা অচেতন ?
মুখ ও বধির নও তুমি,কেন নিরন্তর বাকহীন
উল্লাসে গিলে খাও জল্লাদে – স্বরাজ হোক বাধাহীন।