কি জানি কখন ভেসে গেল মন
মোহনার সাথে মিশে ,
তৃষাতুর বুকে নিবিড় সুখের
সংকেত এল ভেসে।
সময়ের সাথে ভেসেছে সময়
নির্জন আলাপনে,
বিমূর্ত ছবি মূর্ত হলো যে
মর্মমূলের টানে।
বয়ে গেল দিন ভেসে গেল রাত
এক হয়ে দুটি প্রাণ,
সেতারের তারে বেহাগের রাগে
ভুলে যত অভিমান।
অধরে অধরে মিলিত প্রহরে
মোহন তৃপ্ত সুধা,
হত বিহ্বল পুলকে আকুল
নৈবেদ্যের ক্ষুধা।
বুকের গভীরে মোচড়ানো ব্যথা
জেগেছে মর্মমূলে,
নামহীন গানে অন্তিম টান
বিকেলে ভোরের ফুলে।