জল পৃথিবীর গঠনের মূল উপাদান
হলেও জলের মাত্রা অফুরন্ত নয়
জলের ব্যবহারে হতে হয় সাবধান
নতুবা সমূহ বিপদ হলে তা অপচয়।
পৃথিবী জুড়ে আছে জল নানা প্রকার
হয় তার নানাভাবে ব্যাপক ব্যবহার
গেরস্থালী কারখানা কৃষি উৎপাদন
নির্গত বর্জ্য থেকে নিয়মিত দূষণ।
দূষিত জলে মারণ রোগের প্রাদুর্ভাবে
জল ও জীবন বাঁঁচবে বলো কি ভাবে
অদূর ভবিষ্যতে জলসংকট হলে
জীব জগত ভাসবে চোখের জলে।