আমাকে জানতে চেওনা,
ব্যথা পাবে।
আমাকে মানতে পারবে না,
তোমার কষ্ট হবে।
আমাকে ব্যথা দিয়ে তারা সুখে আছে আজ
আমার তেমন একটা উজ্জ্বল জীবন নেই — —
আমি হেরে যাওয়া পাখিদের মতো,
আমার কোন ডাল নেই।
আমাকে জানতে চাওয়ার আগে মানতে পারার অভ্যেস করো,
জানি মানতে পারবে না।
আমি হলাম বাগানের পড়ে থাকা নিখোঁজ জঞ্জালের সমগ্রহ
এখানে মাটিতে বসে আছি তাই
মাটিতে বসে মাটির কথাই লিখে যাই,
এই মাটি ছাড়া যে আমার কোনো গতি নাই;
কর্ম খুঁজে ব্যর্থ হই;
তবু কর্মের সন্ধানে মাথা ঝোকাই।