আমি বুঝে গেছি তোমাদের ব্যাপার-স্যাপার
জানি তোমরা কখনও প্রশংসা করবে না আমার
আমি কি করতে পারি নি–
আরকি করিনি এগুলোই বিষয় তোমাদের চর্চার,
সুনাম দূর স্থিত
বদনাম জীবনের খুব কাছেই অবস্থিত;
চলতি পথে সামাজিক রথে অরুচিকর প্রাপ্তি আর অসহনীয় যন্ত্রণায়
চোখ-কান বুজে; অপমান কানে গুঁজে; ফেলে দেওয়া থুতুও চেটে খেতে হয়।
খাবারের থালা কেড়ে নেয় ঐ সামরিক রাজনেতা
যত ভন্ডামি আর মিথ্যা প্রচারে জেগে আছে তার নিয়মানুবর্তিতা,
জন-সচেতনতা হীন ঠুনকো দেওয়ালে ঘা খেয়ে যায় ভাঙ্গা চেয়ারের হাতল
জঞ্জাল প্রতি ফসল জীবনের অনুভূতির সকল,
কবে কোন কালে লেগেছে যুদ্ধ এই গৃহ মনে
সেকথা লেখেনি কোন কবি;
সব অভিজ্ঞতারা করেছে বিস্তার এই জীবনে
হয়তোবা দেখেনি কোন কবি এই পৃথিবী।