একইভাবে দিন কেটে যায়
একইভাবে রাত কেটে যায় ,
সুখে ,দুখে , মজা ও সমস্যায়।
অন্ধকার আমাকে প্রতিপক্ষ ভাবে ,
আলো ভাবে কেন স্বাধীন হবে ?
নিঃসঙ্গতায় দুর্ভাগা কবি হাসে
শব্দ দিয়ে ছবি আঁকে ক্যানভাসে ,
যন্ত্রনার ধারাপাত কি যেন বলতে চায় ….
এইভাবে দিন কেটে যায়
এইভাবে রাত কেটে যায় ।