আমার এই দেশের দশে দিশে
সৃষ্টিছাড়ারা সব হেলায় যায় মিশে,
পুরোনো কিন্তু আসে নতুনের বেশে;
তাই দেখি রোজ আর হাসি আসে।
বসন ভূষণ পাল্টে যাচ্ছে আজ,
ভাবি বিদেশী সংস্কৃতিরই রাজ,
অতীতের রাজা-রানীদের সাজ,
দেখলে পরে মাথায় পড়বে বাজ।
রসনার তৃপ্তির জন্য অভক্ষ্য ভক্ষণ,
আগেও ছিলো এমনি যে আপ্যায়ণ,
শুধু ভেজাল দেওয়া ছিলো বারণ;
সেকথা আজ আর হয় না স্মরণ।
পথের ধারের খোলা দোকান বাজার
আজও আছে দেখো হাজার হাজার,
বড়োলোক দেখলে করে মুখ ব্যাজার;
সাধারণের কাছে তবু ফুচকার সমাদর।
বুঝিনা ভাই কোনটা আসল নকল,
খাদ্য-বস্ত্রের জন্য সয় না এত ধকল,
তাই যাদের মধ্যে নেই কোন হেলদোল;
জীবনটা তাদের কাছে আজও সরল।।